অসুস্থ স্বামী আত্মস্থানন্দ, Atmasthananda Maharaj unwell

অসুস্থ স্বামী আত্মস্থানন্দ

অসুস্থ স্বামী আত্মস্থানন্দঅসুস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ আত্মস্থানন্দজি মহারাজ। কিডনির সংক্রমণে ভুগছেন তিনি। শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গত ফেব্রুয়ারি নাগাদ তাঁর কিডনিতে স্টেন্ট বসানো হয়েছিল। সম্প্রতি তার মেয়াদ ফুরিয়ে যায়। সেই স্টেন্ট বদলানোর জন্যই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আত্মস্থানন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল।






First Published: Tuesday, December 20, 2011, 21:02


comments powered by Disqus