পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলা

পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলা

পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলাদুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত হল চেতলার নিউ অগ্রগামী সঙ্ঘের পুজো মণ্ডপ এবং প্রতিমা। সোমবার রাত একটা নাগাদ বেশ কয়েকজন যুবক এসে
মণ্ডপে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধু মণ্ডপেরই নয়, দেবী প্রতিমারও ক্ষতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এছাড়া মণ্ডপ সংলগ্ন
বেশকয়েকটি স্টলও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। উদ্যোক্তারা জানিয়েছেন, পুলিসকে খবর দেওয়া হলেও, তারা অনেক পরে আসায় দুষ্কৃতীরা অবাধে ভাঙচুর
চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই ঘটনায় হাত রয়েছে এলাকার বিধায়ক অরুপ বিশ্বাসের।

First Published: Tuesday, October 4, 2011, 13:51


comments powered by Disqus