তৃণমূলের দাপটে ত্রস্ত হলদিয়া, আক্রান্ত কংগ্রেস ও বাম প্রার্থী

তৃণমূলের দাপটে ত্রস্ত হলদিয়া, আক্রান্ত কংগ্রেস ও বাম প্রার্থী

তৃণমূলের দাপটে ত্রস্ত হলদিয়া, আক্রান্ত কংগ্রেস ও বাম প্রার্থীহলদিয়ায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতে ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঝর্ণা গিরির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রার্থীকে মারধরের পাশাপাশি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, প্রার্থীর মেয়েরও শ্লীলতাহানির চেষ্টা হয়। বাধা দিতে গেলে আক্রান্ত হন প্রার্থীর স্বামী মহিতোষ গিরি এবং প্রার্থীর ভাই মঙ্গল বেরা। দু`জনকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গল বেরা হলদিয়া টাউন যুব কংগ্রেসের সভাপতি। অভিযোগ, প্রার্থীর বাড়িতে উপস্থিত তাঁর তিন আত্মীয়ের ওপরও হামলা হয়। এমনকি বাড়িতে ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ করা হয়েছে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয় প্রার্থীর স্বামী এবং ভাইকে। প্রার্থীর ৩ আত্মীয়ও হাসপাতালে ভর্তি। 

এই হামলার ঘটনায় ওই ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবু মণ্ডল জড়িত বলে অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্বের। অন্যদিকে বুধবার রাতে ২২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অনিমা হালদারের স্বামীর ওপরও হামলার ঘটনা ঘটেছে। সুখেন্দুশেখর হালদার গতরাতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পতাকা বাঁধছিলেন। সে সময় তাঁর ওপর বাঁশ এবং রড নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনাতেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হলদিয়া বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে সুখেন্দু শেখর হালদারকে। এ ছাড়াও বেশ কয়েকটি জায়গায় সিপিআইএম কর্মীদের পোস্টার, ব্যানার বা ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

First Published: Thursday, May 24, 2012, 14:00


comments powered by Disqus