মেদিনীপুরে আক্রান্ত সিপিআইএমের মিছিল, আহত ৬, attack on cpim workers in midnapur

মেদিনীপুরে আক্রান্ত সিপিআইএমের মিছিল, আহত ৬

মেদিনীপুরে আক্রান্ত সিপিআইএমের মিছিল, আহত ৬ফের পশ্চিম মেদিমীপুরে সিপিআইএমের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে কালগাঙের কাছে সিপিআইএমের পাঁচ নম্বর লোকাল কমিটির সম্মেলন ছিল। সম্মেলন উপলক্ষ্যে রাতে এলাকায় মিছিল করছিলেন সিপিআইএম সমর্থকরা। মিছিল চলাকালীন বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি ও টাঙি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিপিআইএমের মেদিনীপুর জোনাল কমিটির তরফে গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রীয়তার অভিযোগ তোলা হয়েছে।

First Published: Thursday, November 24, 2011, 10:17


comments powered by Disqus