প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব

প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব

প্রেসিডেন্সি হামলা: জোরালো তৃণমূলের যোগসাজশের তত্ত্ব  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী বেকার ল্যাবে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের যোগাসাজশের অভিযোগ ফের জোরালো হল। মানবাধিকার কমিশনের কাছে জোড়াসাঁকো থানার পুলিসকর্মীরা যে সাক্ষ্য দিয়েছেন, তাতে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। 

মানবাধিকার কমিশনের কাছে পুলিসকর্মীরা জানিয়েছেন, সেদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে যাঁরা জড়ো হয়েছিলেন তাঁদের হাতে তৃণমূলের ছাত্র সংগঠনের পতাকা ছিল। তাঁরা টিএমসিপি জিন্দাবাদ ও এসএফআই মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন বলেও তদন্তকারীদের জানিয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিসকর্মীরা।

First Published: Saturday, May 25, 2013, 20:36


comments powered by Disqus