Last Updated: November 6, 2011 12:44

উত্তর নাইজেরিয়ার দামাতুরুতে অস্থিরতা অব্যাহত। শুক্রবার থেকে দফায় দফায় হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৯জনের। যদিও মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বর্নো এবং ইওবে হামলার দায় স্বীকার করেছে বকো হারাম নামে একটি সংগঠন। পুলিসের সদর দফতর ভাঙচুর চালানো সহ একাধিক সরকারি দফতরে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে । আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। শহরজুড়ে আতঙ্ক রয়েছে। অনেকে মনে করছেন ফের হামলার আশঙ্কা রয়েছে ।
First Published: Sunday, November 6, 2011, 12:44