ছাইভস্মের ট্রফি দেশে ফিরিয়ে এনেও ক্লাকর্দের `মিশন এনকমপ্লিট`, লক্ষ্য এবার ৫-০

ছাইভস্মের ট্রফি দেশে ফিরিয়ে এনেও ক্লাকর্দের `মিশন এনকমপ্লিট`, লক্ষ্য এবার ৫-০

ছাইভস্মের ট্রফি দেশে ফিরিয়ে এনেও ক্লাকর্দের `মিশন এনকমপ্লিট`, লক্ষ্য এবার ৫-০Australia 385 & 369/6d। England 251 & 353 (103.2 ov)। Australia won by 150 runs
অস্ট্রেলিয়া- ৩৮৫, ৩৬৯/৬ (ডি), ইংল্যান্ড- ২৫১, ৩৫৩। অস্ট্রেলিয়া ১৫০ রানে জয়ী।

পারথে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে অ্যাসেজ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে মাইকেল ক্লার্কের দল ৩-০ এগিয়ে যাওয়ায় পরিষ্কার হয়ে গেল অ্যাসেজ হাত বদল হয়ে ফিরছে অস্ট্রেলিয়ায়৷ সাত বছর পর অ্যাসেজ ফেরার আনন্দে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা উচ্ছ্বসিত। তবে গত তিনটে অ্যাসেজে হারের ঘায়ে মলম দিতে ৫-০ সিরিজ জিততে মরিয়া ক্লার্করা।

অন্যদিকে, রামায়ণে লঙ্কায় আগুন লাগার পর যে অবস্থা হয়েছিল, ইংল্যান্ডের এখন ঠিক তাই দশা। শেষবার অস্ট্রেলিয়া ২০০৬-০৭ যখন অ্যাসেজে জিতেছিল তখনও তারা ৫-০ সিরিজ জিতেছিল। এবারও ঠিক একই পরস্থিতি কুকদের। সিরিজের বাকি দুটি টেস্ট মেলবোর্ন আর সিডনিতে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে ইংল্যান্ড জাদুকাঠিতে বদলে না গেলে সিরিজে বড় লজ্জা অপেক্ষা করে আছে। সিরিজের মাঝেই কুককে অধিনায়ক পদ থেকে সরানো হোক এমন দাবিও উঠল।

এদিন ইংল্যান্ডের এত হতাশার মাঝেও একটাই স্বান্তনা নিউজিল্যান্ডে জন্ম ২২ বছরের বেন স্টোকের শতরান। গতকালের রানের সঙ্গে আরও ১০২ রান যোগ করে ইংল্যান্ডেক শেষের দিকের ব্যাটসম্যানরা। জয়ের জন্য ৫০৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ৩৫৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন জনসন, ৩ উইকেট নিলেন লিঁয়ন। ম্যাচের সেরা স্টিভ স্মিথ।

First Published: Tuesday, December 17, 2013, 16:03


comments powered by Disqus