শন ক্যারোলের তত্বাবধানে দুর্নীতি দমন শাখা, Australia cricket board

শন ক্যারোলের তত্বাবধানে দুর্নীতি দমন শাখা

শন ক্যারোলের তত্বাবধানে দুর্নীতি দমন শাখাসাম্প্রতিক কালে ম্যাচ গড়াপেটার নিয়ে সলমান বাটদের ধরা পড়া বেশ সতর্ক করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ম্যাচ গড়াপেটা থেকে বাঁচতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটেও দুর্নীতি দমন শাখার নিয়োগ করল। আসন্ন টি-২০ টুর্নামেন্ট এবং একদিনের ম্যাচগুলিতে শন ক্যারোলের তত্বাবধানে এই দুর্নীতি দমন শাখা নজরদারী করবে। আইসিসির দুর্নীতি দমন শাখার সঙ্গে আগে কাজ করেছেন শন ক্যারোল।
 

First Published: Wednesday, November 16, 2011, 22:17


comments powered by Disqus