Last Updated: March 8, 2012 18:08

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। নির্ণায়ক ফাইনালে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে দিলেন ওয়াটসনরা। প্রথমে ব্যাট করে ২৩১ রান করে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়াডে ৪৯ আর ডেভিড ওয়ার্নার ৪৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাকে আর ব্রেট লি-র দুরন্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। ৭১ রান করে একা লড়াই চালান উপল থরঙ্গা। শেষ পর্যন্ত ২১৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ২৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ম্যাকে।
First Published: Thursday, March 8, 2012, 18:08