ফের অটোচালকের দৌরাত্ম, মহিলা যাত্রীকে চালকের চড়

ফের অটোচালকের দৌরাত্ম, মহিলা যাত্রীকে চালকের চড়

Tag:  auto saltlake
ফের অটোচালকের দৌরাত্ম, মহিলা যাত্রীকে চালকের চড়ফের অটোচালকের দৌরাত্ম সল্টলেকে। এক মহিলা যাত্রীকে চড় মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই চালককে। অভিযুক্ত অটো চালককে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত।

গতকাল দুপুরে ওই মহিলা যাত্রী উল্টোডাঙা থেকে অটোতে ওঠেন। সঙ্গের শিশুকে কোলে নেওয়া নিয়ে ওই মহিলা যাত্রীর সঙ্গে বচসা বাধে। মহিলাকে  অটো থেকে নেমে যেতে বলেন চালক। ভাড়া দিতে অস্বীকার করায় চার নম্বর ট্যাঙ্কের কাছে মহিলাকে চড় মারেন চালক। গতকালই চালককে গ্রেফতার করা হয়।

First Published: Tuesday, September 24, 2013, 20:05


comments powered by Disqus