Last Updated: May 6, 2012 19:04

চলন্ত অটোর ওপর গাছের ডাল পড়ে মৃত্যু হল পাঁচ জনের। নিহতরা সকলেই অটোর যাত্রী। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার মণ্ডলপাড়ায় ঘটনাটি ঘটেছে।
যশোর রোড দিয়ে বনগাঁ থেকে চাঁদপাড়ার দিকে যাচ্ছিল একটি অটো। মণ্ডলপাড়ার কাছে শিশুগাছের ডাল চুরি করছিল কয়েকজন দুষ্কৃতী। চলন্ত ওই অটোর ওপর একটি কাটা ডাল পড়লে ঘটনাস্থলেই অটোয় সওয়ার ৩ জনের মৃত্যু হয়। পরে বনগাঁ হাসপাতালে মারা যান বাকি দুজন। গাছের ডাল কাটার অভিযোগে দেবীপুর গ্রাম থেকে ভোলা বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Sunday, May 6, 2012, 19:04