যাত্রী সীমা মানতে গিয়ে আক্রান্ত অটোচালক

যাত্রী সীমা মানতে গিয়ে আক্রান্ত অটোচালক

যাত্রী সীমা মানতে গিয়ে আক্রান্ত অটোচালকরাতের কলকাতায় আক্রান্ত হলেন অটো চালক।  ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি। চারজনের বেশি যাত্রী তুলতে না চাওয়ায় কয়েকজন যুবক নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ওই অটো চালক। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।  

তপসিয়া-কিম্বার স্ট্রিট রুটে অটো চালান অবিনাশ চৌধুরী লেনের বাসিন্দা মহেশ সাউ। সোমবার রাত সাড়ে নটা নাগাদ খালি অটো নিয়ে ফিরছিলেন তিনি। পদ্মপুকুরে পাঁচ-ছ জন যুবক জোর করে তাঁর অটোয় উঠতে চান বলে জানিয়েছেন মহেশ সাউ।

রক্তাক্ত অবস্থায় মহেশ সাউকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যান রুটের অন্য অটো চালকরা। তাঁর পেটে একাধিক স্টিচ করতে হয়। ঘটনার পর স্থানীয় সিটু নেতা আবদুল রউফ জানান, পরিবহণ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাঁদের সংগঠনের চালকরা অটোয় চারজনের বেশি যাত্রী তুলছেন না। চালকদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার  তপসিয়া-কিম্বার স্ট্রিট, পঁয়তাল্লিশ নম্বর রুটে অটো বন্ধ রাখার কথা জানান তিনি।

অটো চালকের ওপর হামলার ঘটনায় ফের প্রশ্ন উঠেছে পুলিস-প্রশাসনের ভূমিকা নিয়ে।

First Published: Tuesday, August 28, 2012, 10:02


comments powered by Disqus