ফের শহরে অটোচালকের গুণ্ডামি, ভাড়া নিয়ে বচসায় রড দিয়ে এক মহিলার মাথা ফাটাল অটো চালক

ফের শহরে অটোচালকের গুণ্ডামি, ভাড়া নিয়ে বচসায় রড দিয়ে এক মহিলার মাথা ফাটাল অটো চালক

ফের শহরে অটোচালকের গুণ্ডামি, ভাড়া নিয়ে বচসায় রড দিয়ে এক মহিলার মাথা ফাটাল অটো চালক ফের অটোচালকের গুন্ডামির সাক্ষী হল শহর কলকাতা। ভাড়া নিয়ে বচসার জেরে এক মহিলার মাথায় রড়ের বাড়ি মারল অটোচালক। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই মহিলা। বরানগরের ছোট্ট অদ্রিকাকে প্রায় চাকায় পিষে দিয়েছিল বেপরোয়া অটোচালক। তারাতলায় খুচরো নিয়ে বচসার জেরে মহিলার নাকে ঘুষি মারেন অটোচালক। এবার বেকবাগান। গুণ্ডামির সহজ নিশানা আরও এক মহিলা যাত্রী।

ধর্মতলা থেকে বেকবাগানের অটোয় উঠেছিলেন মৌসুমী কুম্ভকার।সঙ্গে তাঁর এক বন্ধুও ছিল। রেট অনুযায়ী,বেগবাগান পর্যন্ত দুজনের মোট ভাড়া ২৪ টাকা। কিন্তু, অটোচালক ৫৪ টাকা দাবি করেন। মৌসুমী সে টাকা দিতে রাজি হলেও, খুচরো নিয়ে বসচা শুরু হয়। হঠাত্ই অটোর সামনে দিকের রড খুলে মৌসুমীর মাথায় আঘাত করে ওই অটোচালক।

রক্তাক্ত অবস্থায় মৌসুমীকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত অটোচালক আমির আলিকে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিস।

First Published: Monday, January 20, 2014, 17:11


comments powered by Disqus