খুচরো নিয়ে বচসার জেরে অটো চালকের ঘুষিতে মহিলা যাত্রীর নাক ফাটল

খুচরো নিয়ে বচসার জেরে অটো চালকের ঘুষিতে মহিলা যাত্রীর নাক ফাটল

খুচরো নিয়ে বচসার জেরে অটো চালকের ঘুষিতে মহিলা যাত্রীর নাক ফাটলখুচরো নিয়ে বচসার জেরে মহিলা যাত্রীকে ঘুষি মারল অটো চালক। চালকের ঘুসিতে নাক ফেটে গেল সেই মহিলা যাত্রীর। আহত সেই মহিলা ভর্তি এমআর বাঙ্গুর হাসপাতালে।

আজ সকালে শহরের বুকে তারাতলায় অটো দৌরাত্ম্যের এমন ঘটনাই ঘটল। অভিযুক্ত অটো চালকের নাম অখিল জানা। চৌরাস্তা থেকে অটোয় ওঠে এই মহিলা। মহিলাকে ঘুষি চালানোর পর তারাতলায় অটো ফেলে পালিয়ে যায় সেই অটো চালক। পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয়।

অটো চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। মোটা ৫টি ধারায় মামলা করা হয়েছে। সেগুলি হল ৩৪১,৩২৩, ৩৫৪,৫০৬, ৫০৯ ধারায় মামলা করা হয়েছে।

First Published: Wednesday, January 15, 2014, 12:48


comments powered by Disqus