ধর্মঘটে যোগ দেবে অটো চালকরা

ধর্মঘটে যোগ দেবেন অটোচালকরা

ধর্মঘটে যোগ দেবেন অটোচালকরা"সত্তর শতাংশ অটো বেআইনি।" গতকাল পরিবহণ মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিয়ালদা-বড়োবাজার রুটের অটোচালকরা।

তাঁদের দাবি, শিয়ালদা-বড়োবাজার রুটে চলা ১৭২টি অটোর একটিও বেআইনি নয়। পরিবহণ মন্ত্রীর এই মন্তব্যকে তীব্র ধিক্কার জানিয়ে আঠাশ তারিখের ধর্মঘটে সামিল হবেন বলেও জানিয়েছেন তাঁরা। মূলত ভয় দেখানোর জন্যই এইধরণের হুঁশিয়ারি বলে মনে করছেন অটোচালকরা। তাই পরিবহণ মন্ত্রীর হুঁশিয়ারিকে ভয় না পেয়ে ধর্মঘটে যোগ দেবেন বলে জানিয়েছেন তাঁরা।





First Published: Sunday, February 26, 2012, 17:10


comments powered by Disqus