Last Updated: February 16, 2014 15:45

রানিকুঠিতে যাত্রী নিগ্রহে অভিযুক্ত অটোচালককে আলিপুর আদালতে পেশ করা হল। গতকাল অমলকুমার মজুমদার নামে এক যাত্রীর সঙ্গে খুচরো নিয়ে গণ্ডগোল হয় সাগর কর্মকার নামে ওই অটোচালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অশ্রাব্য গালিগালাজের পর যাত্রীর মাথা ফাটিয়ে দেন সাগর কর্মকার। যাত্রীর অভিযোগের ভিত্তিতে গতকালই সাগর কর্মকারকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিস। তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
খুচরো নিয়ে বচসার জেরে বেকবাগান এলাকায় মলের সামনে এক যাত্রীর মাথা ফাটিয়ে দেয় অটোচালক। ঘটনার পরই রাস্তায় নামেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
মন্ত্রীর অভিযান চলাকালীন শহরে ফের অটোচালকের দাদাগিরি। নিউআলিপুর অটোচালকের হাতে আক্রান্ত মহিলা যাত্রী। দুটি ক্ষেত্রেই গ্রেফতার হন অটো চালক। কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
কিন্তু হুমকি, হুঁশিয়ারি যে কাজেই আসেনি তারই প্রমাণ মিলল রানিকুঠিতে। শনিবার টালিগঞ্জ থেকে গড়িয়া রুটের অটোয় উঠেছিলেন যাত্রী অমলকুমার মজুমদার। রানিকুঠিতে নেমে অটোচালককে দশ টাকার নোট দিলেই শুরু হয় গণ্ডগোল। অশ্রাব্য গালিগালাজের পর অটো চালক যাত্রীকে মারধর করেন।
First Published: Sunday, February 16, 2014, 15:45