Last Updated: June 9, 2012 18:02

জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ আগে থেকেই ছিল। এবার পুলিসের বিরুদ্ধে সরাসরি ব্ল্যাকমেলের অভিযোগ তুলল অভিষেক পালের পরিবার। বুধবার পুলিসে নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যান উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা অভিষেক পাল। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিস বোঝানোর নাম করে শুরু থেকেই তাঁদের হুমকি দিচ্ছে। একই সঙ্গে পুলিসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন তাঁরা।
অভিষেকের পরিবারের দাবি, নিজেদের গাফিলতি ঢাকতে পুলিস তাঁদের ময়নাতদন্ত এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। পরিবারের আরও অভিযোগ, পুলিস প্রথমে বলেছিল অভিষেকের বোনকে পরীক্ষা দিতে হবে না। তাঁকে ক্লারিক্যাল পোস্টে নেওয়া হবে। কিন্তু এখন পুলিস বলছে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। একইসঙ্গে দৌড়ে কৃতকার্য হওয়ার শর্তও রাখছে তারা। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা করছেন।
First Published: Saturday, June 9, 2012, 18:02