ধ্যানচাঁদ সচিননের থেকে বেশি যোগ্য: আজহার

ধ্যানচাঁদ সচিননের থেকে বেশি যোগ্য: আজহার

ধ্যানচাঁদ সচিননের থেকে বেশি যোগ্য: আজহারভারতরত্নের দৌড়ে ধ্যানচাঁদকে সচিনের থেকে এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ার জন্য ধ্যানচাঁদ সচিনের থেকে বেশি যোগ্য। সেইসঙ্গেই টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে একেবারেই বুদ্ধিমান অধিনায়ক বলা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে ধোনি একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে বেশ ভাল নেতৃত্ব দেন। কিন্তু টেস্ট ম্যাচে তিনি অধিনায়ক হিসাবে তেমন পারদর্শিতার পরিচয় দিতে পারেননি।

মাঠে দাঁড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহির একটু দুর্বলতা রয়েছে। আর সেকারণে ৩টি ফরম্যাটে ভারতীয় দলের আলাদা আলাদা অধিনায়কের প্রয়োজন আছে। আজহার অবশ্য বলেন ধোনি বড় মাপের ক্রিকেটার এবিষয়ে কোন সন্দেহ নেই। 

First Published: Friday, April 13, 2012, 22:44


comments powered by Disqus