ট্রেলরে এল বি.এ. পাস

ট্রেলরে এল বি.এ. পাস

ট্রেলরে এল বি.এ. পাসভারতে মুক্তি পেল বি.এ. পাসের ট্রেলর। মোহন সিক্কার কাহিনি দ্য রেলওয়ে আন্টি অবলম্বনে বি.এ. পাস পরিচালনা করেছেন অজয় বহেল। দিল্লির এক জিগোলোর জীবন নিয়ে এগিয়েছে ছবির গল্পো। নবাগত সদাব কমল ও চক দে ইন্ডিয় খ্যাত অভিনেত্রী শিল্পা শুক্লা রয়েছেন মুখ্য চরিত্রে।

এক মধ্যবিত্ত, অসুখী গৃহবধুর(শিল্পা) সঙ্গে দেখা হয় মুকেশ নামের এক জিগোলোর। বাবা, মায়ের মৃত্যুর পর সদ্য বি.এ. পাস উনিশ বছরের মুকেশ দেহ ব্যবসাকেই বেছে নিয়েছে উপার্জনের রাস্তা হিসেবে। মুকেশ যেহেতু এই ব্যবসায় নতুন, তাই বিবাহিতা শিল্পাই তাকে শেখায় শরীরে ঝড় তোলার আদবকায়দা।

এর আগে ওসিয়ান সিনেফ্যান ফিল্ম ফেস্টিভ্যাল ও প্যারিসে আয়োজিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে বি.এ. পাস।

ট্রেলর দেখতে ক্লিক করুন






First Published: Wednesday, April 10, 2013, 17:04


comments powered by Disqus