Last Updated: October 22, 2013 11:14

নতুন বিপদে পড়লেন বাবা রামদেব। যোগগুরু রামদেবের ভাই রামভারতের বিরুদ্ধে অপহরণ ও হেনস্থার অভিযোগ উঠল। একই অভিযোগ উঠল রামদেবের ঘনিষ্ঠ শিষ্য নরেশ মালিকের নামেও।
মঙ্গলবার সকালে রামদেবের পতাঞ্জলি যোগপিঠে রীতিমত চাঞ্চল্য পড়ে যায়। বেশ কয়েকজন পুলিসকর্মী পতঞ্জলির ভিতর ঢোকেন, এবং উদ্ধার করেন পতঞ্জলিতে কর্মরত নারায়ণ ত্যাগি নামের এক শিষ্যকে। কিছু পরে একদল বিজেপি সমর্থক স্থানীয় কানখাল থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এরপরেই জানা যায় নারায়ণ ত্যাগির বাবা তাঁর ছেলেকে পতঞ্জলিতে অপহরণ করে রাখা হয়েছে বলে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিস পতঞ্জলি যোগপিঠে গিয়ে নারায়ণকে উদ্ধার করেন। অভিযোগ রামদেবের ভাই রামভারত আর নরেশ মালিকই নাকি নারায়ণকে জোর করে আটকে রেখে হেনস্থা করেন।
তবে পতঞ্জলিতে কাজ করা রামদেব ভক্তরা দাবি করেন, গত রাতে নারায়ণ নাকি মঠের বেশকিছু জিনিস চুরি করে পালানোর চেষ্টা করেন, এরপরই নাকি তাকে শাস্তি হিসাবে আটকে রাখা হয়।
বিজেপির প্রাক্তন মন্ত্রী মদন কৌশিক দাবি করেন কংগ্রেস পরিকল্পিতভাবে রামদেবের বিরুদ্ধে চক্রান্ত করছে।
First Published: Tuesday, October 22, 2013, 11:36