Babul Supriyo desides to surrender

আত্মসমর্পনের সিদ্ধান্ত বাবুলের

জাতীয় সড়ক অবরোধ মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আগামী ২২ এপ্রিল আসানসোল আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। প্রচারে বেরিয়ে তাঁর আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বারো এপ্রিল ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

এরপরই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ ও জমায়েতের কারণে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে পুলিস। বিজেপির দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিস।

First Published: Sunday, April 20, 2014, 18:51


comments powered by Disqus