অবরোধ মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন বাবুল সুপ্রিয়

অবরোধ মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন বাবুল সুপ্রিয়

অবরোধ মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন বাবুল সুপ্রিয়জাতীয় সড়ক অবরোধ মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আগামী ২২ এপ্রিল আসানসোল আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। প্রচারে বেরিয়ে তাঁর আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বারো এপ্রিল ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

এরপরই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ ও জমায়েতের কারণে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে পুলিস। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে পুলিস।

ক দিন আগেই অস্ত্র আইনে নাম জড়ায় বিজেপির এই তারকা গায়ক প্রার্থীর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলবও করা হয়েছিল।

রানিগঞ্জের নতুন এগরা এলাকায় গত ১২ এপ্রিল বিজেপির ভোট প্রচারের সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা-কর্মীরা। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সেনাপতি মণ্ডল সহ পাঁচ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। পাল্টা অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা সেনাপতি মণ্ডলও। সেই অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে মামলা দায়ের হয়। অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার বিজেপি প্রার্থীকে তলব করে রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর। পুলিসের সামনে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও জানানো হয়।

যদিও তৃণমূল নেতা সেনাপতি মণ্ডল অবশ্য জানিয়েছে, বাবুল সুপ্রিয় নন। তাঁর প্রচার সঙ্গীদের কাছে অস্ত্র ছিল বলে তিনি অভিযোগ করেছিলেন। পুলিসের সামনে বুধবার অবশ্য হাজির হননি বাবুল সুপ্রিয়। এদিকে বিজেপির করা মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেন সেনাপতি মণ্ডল সহ চার তৃণমূল নেতা। তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত।

First Published: Sunday, April 20, 2014, 12:48


comments powered by Disqus