পুজোর আগে জোড়াতালি দিয়ে সারানো রাস্তা মাস ঘুরতেই ফের বেহাল

পুজোর আগে জোড়াতালি দিয়ে সারানো রাস্তা মাস ঘুরতেই ফের বেহাল

পুজোর আগে জোড়াতালি দিয়ে সারানো রাস্তা মাস ঘুরতেই ফের বেহালপুজোর আগেই রীতিমত যুদ্ধকালীন ততপরতায় সারাই হয়েছিল রাস্তা। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই ফের বেহাল অবস্থা রাস্তার। ইএম বাইপাস থেকে ডায়মণ্ডহারবার রোড। সর্বত্রই এক ছবি।

ইএম বাইপাসের বর্তমান চিত্রটা এইরকমই। রুবি মোড় থেকে অজয়নগর কিম্বা গড়িয়া পৌঁছতে পার হতে হবে এমন অনেক হার্ডলস।
 
আনোয়ার শাহ রোড কানেক্টরের খানা খন্দে ভরা। এই রাস্তায় প্রাণ হাতে নিয়েই বেরোতে বাধ্য হচ্ছে আম জনতা। গাড়ি চালাতেও ব্যাপক সমস্যায় পড়ছেন চালকেরা।
 
অভিযোগ, নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে জোড়াতালি দেওয়া হয়েছে রাস্তায়। যার জেরে একটু বৃষ্টিতেই ধুয়ে সাফ ওপরের পলেস্তারা। বেহাল রাস্তায় গন্তব্যে পৌঁছতেও সময় লাগছে বিস্তর। সমস্যা থাকলেও সমাধানের কোনও উপায় নেই।  
 

 
 
 

First Published: Friday, October 25, 2013, 15:54


comments powered by Disqus