লক্ষ্মণের জায়গায় দলে বদ্রীনাথ

লক্ষ্মণের জায়গায় দলে বদ্রীনাথ

লক্ষ্মণের জায়গায় দলে বদ্রীনাথ লক্ষ্মণের জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন বদ্রীনাথ। ভিভিএস লক্ষ্মণ সিরিজ শুরুর ঠিক আগেই অবসর নেওয়ায় তাঁর জায়গায় নির্বাচকরা বেছে নেন বোর্ড প্রেসিডেন্টের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার বদ্রীনাথকে। আর এর এরপরই নির্বাচকদের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।

প্রাক্তন ক্রিকেটারদের মতে তাঁদের মতে টেস্ট দলে বাংলার ঋদ্ধিমান সাহার জায়গা পাওয়া উচিত ছিল। কারণ ঋদ্ধি অস্ট্রেলিয়া সফরে দারুন ব্যাটিং করেছিলেন। এরপরও ঘরের মাঠে একজন উইকেট রক্ষক রাখার অজুহাতে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়। আর মনোজ সম্প্রতি শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন।

First Published: Sunday, August 19, 2012, 16:50


comments powered by Disqus