Last Updated: April 7, 2012 17:21

বাঘাযতীনে ঠাণ্ডা পানীয় ভর্তি কন্টেনার উল্টে গুরুতর জখম হলেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘাযতীন থেকে বিজয়গড়ের দিকে যাওয়ার পথে ঠাণ্ডা পানীয়ের কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাথে উল্টে যায়। ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন দুই ব্যক্তি। ছিল একটি পাউরুটির গাড়িও। কন্টেনারটি ধাক্কা মারে পাউরুটির গাড়িতে। চাপা পড়ে গুরুতর জখম হন দুই ব্যক্তি।
First Published: Saturday, April 7, 2012, 17:21