Last Updated: March 9, 2014 19:06

দার্জিলিং আসন নিয়ে মন কষাকষির মধ্যেই বিমল গুরুংকে ফোন করলেন বাইচুং ভুটিয়া। মোর্চা সভাপতিকে ফোন করে, তাঁর কাছ থেকে সমর্থন চেয়েছেন বাইচুং। দার্জিলিং আসনে প্রার্থী নির্বাচন নিয়ে মোর্চা যখন দিল্লিতে তত্পর, তখন বাইচুংয়ের এই সৌজন্যমূলক ফোনকে গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হচ্ছে।
দার্জিলিং লোকসভা আসনে এবার পাহাড়ি বিছেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাতে বেজায় চটেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এই পরিস্থিতিতে দার্জিলিং আসনে কাকে প্রার্থী করা যায়, কার সঙ্গে গাঁটছড়া বাঁধা যায়, এসব নিয়ে আলোচনার জন্য গতকালই দিল্লি গিয়েছেন বিমল গুরুং। মোর্চাকে বাদ দিয়ে পাহাড়ে আসন বের করা যে সহজ হবে না, তা ভাল করেই বুঝতে পারছে তৃণমূল।
First Published: Sunday, March 9, 2014, 19:06