Last Updated: March 12, 2014 20:31

নির্বাচনী প্রচার শুরু করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। প্রচারে নামার আগে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মহাকাল মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পাহাড়ে প্রচার শেষে আজ দুপুরেই দার্জিলিং এবং কার্শিয়াংয়ের ব্লক কমিটির সঙ্গে বৈঠক করবেন নির্বাচনী রণকৌশল নিয়ে। গতকালই শিলিগুড়ির ইন্দোর স্টেডিয়ামে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, পাহাড়ে তৃণমূলের মূল প্রচার পর্বে থাকবেন বাইচুং ভুটিয়া। সমতলে প্রচারের দায়িত্ব সামলাবেন তিনি নিজেই ।
First Published: Wednesday, March 12, 2014, 20:31