Last Updated: July 23, 2012 22:29

ফের শ্লীলতাহানির ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল। ঋণের কিস্তি বাকি পড়ায় বরানগর থেকে ব্যাঙ্কের মাসলম্যানরা এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গত ১৩ জুন বরানগর থানায় অভিযোগ জানানো হয়েছিল। আক্রান্ত মহিলার অভিযোগ, একমাস ধরে পুলিস অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টাই করেনি। এমনকী, গত শুক্রবারই অভিযুক্তরা আগাম জামিনও পেয়ে যায়।
বছর তিনেক আগে এক বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছিলেন বরাহনগরের বাসিন্দা এই মহিলা। কয়েকটি কিস্তির টাকা বাকি পড়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয় তাঁর। পরে ২৫ মে সমস্ত টাকা মিটিয়ে দেওযার বিষয়ে ব্যাঙ্কের সঙ্গে সমঝোতা করেন তিনি। মহিলার অভিযোগ, এরপরে গত বারোই জুন তাঁকে অপহরণ করে ব্যাঙ্কের মাসলম্যানরা। অভিযোগ, গাড়িতেই ওই মহিলাকে মারধর, শ্লীলতাহানি করা হয়। গাড়ি সহ ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হুগলির ভদ্রেশ্বরে। সেখানে কেড়ে আনা গাড়িগুলির গুদাম রয়েছে। মহিলাকে সেই গুদামে আটকে রাখা হয়।
মহিলার এক আত্মীয়ের কাছ থেকে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ভদ্রেশ্বর থানার পুলিস। অপহরণকারীদের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ জানাতে যান ওই মহিলা। প্রথমে বরাহনগর থানা ডায়রি নিতে চায়নি বলে অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি জোর করে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। বরাহনগর থানার বিরুদ্ধে বারাকপুর কমিশনারেটে অভিযোগ করেছেন ওই মহিলা। মঙ্গলবার মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনে অভিযোগ দায়ের করবেন তিনি।
First Published: Monday, July 23, 2012, 22:33