Last Updated: September 15, 2013 11:28

রিয়াল মাদ্রিদ (২) ভিয়ারিয়াল (২)
বিশ্বের সবচেয়ে দুই দামী ফুটবলারের গোলও জেতাতে পারল না রিয়াল মাদ্রিদকে। টটেনহ্যাম থেকে রেকর্ড ৮ কোটি ৩০ লক্ষ পাউন্ডে রিয়ালে আসা গ্যারেথ বেল ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে গোল পেলেন গ্যারেথ বেল। তবে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-২ গোলে আটকে গেল রিয়াল মাদ্রিদ। শনিবার ভারতীয় সময়ে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করলেন বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার।
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ওয়েলেশের তারকা ফুটবলার গ্যারেথ বেল দলকে ম্যাচে সমতায় ফিরিয়ে এনেছিলেন। বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু গোল করে এগিয়ে যাওয়ার ৬ মিনিট পরেই স্যান্টোসের গোল রিয়ালের তিন পয়েন্টের স্বপ্নে জল ঢেলে দিল। চলতি মরসুমে লা লিগায় এই ম্যাচেই প্রথমবার পয়েন্ট নষ্ট করল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল পয়েন্ট তালিকায় চার নম্বরে চলে গেল।
তবে পয়েন্ট নষ্ট করলেও রিয়াল কোচ কার্লো আনসেলত্তিকে স্বস্তি দেবে একটা ব্যাপার। তাঁর দলের দুই দামী মহাতারকাই তো গোল পেলেন। আর কী চাই!
First Published: Sunday, September 15, 2013, 11:28