রেল লাইনে পড়ে রইল দেহ, নিষ্কৃয় পুলিস

রেল লাইনে পড়ে রইল দেহ, নিষ্ক্রিয় পুলিস

রেল লাইনে পড়ে রইল দেহ, নিষ্ক্রিয় পুলিসট্রেনের ধাক্কায় মৃত্যু হওয়ার পর মৃতদেহের ওপর দিয়েই চলল ট্রেন। দীর্ঘক্ষণ পরও মৃতদেহ সরালো না রেল পুলিস। ঘটনাটি ঘটেছে বালি এলাকায়। সোমবার সকালে বালি স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। এরপর বালি স্টেশন ও বালি লেবেল ক্রশিং-এর মাঝে দীর্ঘক্ষণ পড়ে থাকে মৃতদেহ। যাত্রীদের অভিযোগ রেল পুলিস এসে শুধু পোল নম্বর লিখে নিয়েই চলে যায়। কিন্তু মৃতদেহ সরানোর কোনও উদ্যোগ তারা নেয়নি।







First Published: Monday, March 25, 2013, 19:24


comments powered by Disqus