Last Updated: October 4, 2011 17:07

বাসে দুষ্কৃতী হামলায় পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে প্রাণ হারালেন তেরো জন। নিহতেরা সকলেই শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। পুলিস জানিয়েছে, আজ সকালে কোয়েটার কাছে একটি বাস থামিয়ে দেয় মোটর বাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী। তারপর সমস্ত যাত্রীকে নিচে নামিয়ে,সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে,নির্বিচারে চলে গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই তেরো জন প্রাণ হারান। যার মধ্যে এগারো জন শিয়া সম্প্রদায়ভুক্ত। চার জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিসের অনুমান,গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও নাশকতার আশঙ্কায় উড়িয়ে দিচ্ছে না পুলিস। ঘটনার প্রতিবাদে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান শিয়া
সম্প্রদায়ের মানুষ। এরপর যে বাসে হামলা চালায় দুষ্কৃতীরা,তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা।
First Published: Tuesday, October 4, 2011, 17:07