Last Updated: September 30, 2013 09:39

স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে ১২ ঘণ্টার বন্ধ চলছে পাহাড়ে। বন্ধ-এর ডাক দিয়েছে বিদ্যার্থী মোর্চা। শনিবার পাহাড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
প্রতিবাদে পাহাড়বাসী থানা ঘেরাও করলে জনতা পুলিস সংঘর্ষ শুরু হয়। একটি বাসেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। আজ সকালেই পোখরিয়াবঙ পুলিস ফাঁড়িতে আগুন লাগানোর অভিযোগে জ্যোতি কুমার রাই নামে এক জিটিএ সদস্যকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Monday, September 30, 2013, 09:39