বিজেপির ব‍ন্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ধের প্রভাব কলকাতায়

বিজেপির ব‍ন্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ধের প্রভাব কলকাতায়

বিজেপির ব‍ন্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ধের প্রভাব কলকাতায়পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির ডাকা বনধে মিশ্র সাড়া কলকাতায়। সকাল থেকেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই যানবাহনের সংখ্যা অন্যদিনের তুলনায় অনেকটাই কম ছিল এদিন। সরকারি বাস চললেও বেসরকারি বাস, ট্যাক্সি ও অটোর সংখ্যাও অন্যান্যদিনের তুলনায় বেশ কম ছিল। সকাল দশটা নাগাদ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবরোধ করে বিজেপি। যদিও কিছুক্ষণ পরেই অবরোধ তুলে দেয় পুলিস। বেশ কয়েকজন বনধ সমর্থককে গ্রেফতার করা হয়।

নিউটাউনে ডিএলএফ বিল্ডিংয়ের সামনে গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টা হলে পরিস্থিতি সামাল দেয় পুলিস। কলকাতার বেশিরভাগ রাস্তার মোড়েই পুলিস মোতায়েন করা হয়। বন্ধ ছিল বহু বেসরকারি অফিস, অধিকাংশ দোকানপাট। বড়বাজার এলাকায় বনধের ভালই প্রভাব ছিল। বন্ধ ছিল প্রায় সব দোকানপাটই।
 





First Published: Thursday, May 31, 2012, 19:47


comments powered by Disqus