দুষ্কৃতী তাণ্ডবের খুনের প্রতিবাদে আজ রায়গঞ্জ বনধ

দুষ্কৃতী তাণ্ডবের খুনের প্রতিবাদে আজ রায়গঞ্জ বনধ

দুষ্কৃতী তাণ্ডবের খুনের প্রতিবাদে আজ রায়গঞ্জ বনধ সঞ্জীব বর্ধন খুনের ঘটনায় আজ রায়গঞ্জ বনধের ডাক দিল উত্তর দিনাজপুর সিটিজেন ফোরাম। একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জের বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে গতকাল শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি।  কদিন আগেই খুন হয়েছেন রায়গঞ্জের কেবল টিভির কর্ণধার সঞ্জীব বর্ধন। শহরের প্রাণকেন্দ্রে মিলনপাড়াতে সঞ্জীব বর্ধনের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে শরীর ঝাঁজরা হয়ে যায় সঞ্জীব বর্ধনের। এর কদিন আগেই পয়লা জানুয়ারি, শহরের নেতাজি পল্লিতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তেশরা জানুয়ারি খুন হন এক ব্যক্তি। শুধু রাতের আঁধার নয়, দিনের আলোতেও দুষ্কৃতীদের তাণ্ডবে তটস্থ শহরের বাসিন্দারা। প্রকাশ্যে দিনের আলোতেও রাস্তার মাঝে দু`দলের গুলি বিনময় দেখেছে শহরবাসী। তবু টনক নড়েনি প্রশাসনের।

রায়গঞ্জের মহকুমা শাসক নন্দিনী সরস্বতী স্বীকার করছেন, শহরের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সঞ্জীব বর্ধন খুনের ঘটনায় অভিযুক্ত চঞ্চল সরকারকে গতকাল আদালতে তোলে পুলিস। তাঁকে ঊনিশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সঞ্জীব বর্ধন খুনের ঘটনায় সোমবার রায়গঞ্জ বনধ ডেকেছে উত্তর দিনাজপুর সিটিজেন ফোরাম।

রবিবার শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি। এরইমধ্যে জেলার বিধায়ক ও মন্ত্রী করিম চৌধুরী যান সঞ্জীব বর্ধনের বাড়ি। রায়গঞ্জে আইনশৃঙ্খলার অবনতির জন্য জেলার পুলিস সুপারকে দায়ি করেন তিনি। পরে সন্ধ্যায় সঞ্জীব বর্ধনের বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সী। ঘটনার তদন্তে রবিবার রায়গঞ্জে আসে সিআইডি চার সদস্যের একটি দল।

First Published: Monday, January 7, 2013, 10:34


comments powered by Disqus