Last Updated: November 16, 2012 10:18

পুলিসের গুলি চালানোর প্রতিবাদে বামেদের ডাকা বারো ঘণ্টার বনধে স্বতঃস্ফূর্ত সাড়া মিলল তেহট্টে। সকাল থেকেই এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটেও লোকজন বিশেষ নেই। তেহট্টের বনধের পাশাপাশি, নদিয়া জেলাজুডে আজ প্রতিবাদ আন্দোলনও করবে বামেরা।
অন্যদিকে, তেহট্টের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিও আজ তেহট্টে যাচ্ছেন। যদিও, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া কোনও রাজনৈতিক দলের নেতানেত্রীকে তেহট্টের হাউলিয়ায় যেতে দেওয়া হয়নি।
বুধবার বাম প্রতিনিধি দলকে আটকে দিয়েছিল পুলিস। বৃহস্পতিবার তেহট্টে ঢুকতে বাধা দেওয়া হয় বাম পরিষদীয় প্রতিনিধি দল ও বিজেপি নেতাদের। যেতে দেওয়া হয়নি এপিডিআর-এর প্রতিনিধি দলকেও।
First Published: Friday, November 16, 2012, 10:18