Last Updated: October 16, 2011 12:43

পৃথক তেলেঙ্গানার দাবিতে উত্তাল অন্ধ্রপ্রদেশ। হায়দরাবাদ সহ দশটি জেলায় আজ বনধের ডাক দিয়েছে টিআরএস। প্রস্তাবিত রেল রোকো কর্মসূচি গতকালই প্রত্যাহার করে নেওয়া হয়। বদলে বনধের ডাক দেওয়া হয়। সকাল থেকেই যদিও স্কুল খোলা রয়েছে। চলছে যানবাহনও। গত একমাস ধরে তেলেঙ্গানাপন্থীদের আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বন্ধ ছিল স্কুলও। রাজ্য সরকারের তরফে স্কুলগুলিকে সোমবার থেকেই খোলা রাখার কড়া নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে দিওয়ালি পর্যন্ত রাজ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে অন্ধ্র সরকার।
First Published: Monday, October 17, 2011, 12:27