Last Updated: April 16, 2014 10:18

ফের লাক্সারি বাসে আগুন। এবার কর্নাটকে। আজ ভোরে কর্নাটকের চিত্রদূর্গে বাসে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ছজনের।
স্লিপার এসি বাসটি দাভানগার থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে চিত্রদূর্গে দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ২৯ জন যাত্রী ছিলেন। তবে কি ভাবে বাসটিতে আগুন লাগল তা জানা যায়নি। বাসের চালক ঘটনার পর থেকেই পলাতক। এর আগে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী একটি বাসে আগুন লেগে মৃত্যু হয় ৪৫ জনের।
দুর্ঘটনার পরে শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। অগ্নিদগ্ধ অবস্থায় ৬টি মৃতদেহ বের করে আনা হয়। বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের উচ্চপদস্থ পুলিস কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। তড়িঘড়ি বৈঠকে বসেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রকের উচ্চপর্যায়ের কর্মীরাও।
First Published: Wednesday, April 16, 2014, 10:27