Last Updated: February 16, 2012 16:01

ব্যাঙ্কক বিস্ফোরণে `নাশকতার তত্ত্ব` উড়িয়ে দিলেন তাইল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার চাম্পল সিলাপারচা। সিলাপারচা জানান, ব্যাঙ্ককে ধারাবাহিক বিস্ফোরণ জঙ্গি হামলা নয়। তিনি বলেন, ``পর্যটন পুলিস তাঁকে জানিয়েছে, ৩ ব্যক্তি বিস্ফোরণ ঘটালেও, তা জঙ্গি হামলা নয়। এটি একটি অপ্রীতিকর ঘটনা মাত্র।``
ডেপুটি প্রাইম মিনিস্টার ছাড়াও তাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন সিলাপারচা। মঙ্গলবার দুপুরে ব্যাঙ্ককের একামাই-সহ দু`টি এলাকায় ৫টি বিস্ফোরণ হয়। ঘটনাস্থলের ক্যামেরা ফুটেজ দেখে এবং পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত নিজের সঙ্গে রাখা বোমা ফেটে গুরুতর জখম হয়েছে। সৈয়দ মোরাদি নামের ওই ব্যক্তি ইরানের নাগরিক বলেও জানায় তাইল্যান্ড পুলিস। এই নাশকতার সূত্র ধরে আটক করা হয় আরও ২ ইরানি নাগরিককে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণে ইরান ও হেজবুল্লা জড়িত রয়েছে বলে অনুমান করা হয়। তবে ধৃত ৩ ইরানি নাগরিক হেজবুল্লার সদস্য নয় বলেই জানিয়েছেন সিলাপারচা।
যদিও দিল্লি, জর্জিয়ার মতো ব্যাঙ্কক নাশকতাতেও ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করে ইজরায়েল। তাইল্যান্ড পুলিস চিফ কার্যত ইজরায়েলের দাবিকেই সমর্থন করছেন। সে দেশের সরকারি টিভি চ্যানেলে পুলিস চিফ প্রিওয়ান ধামাপং জানান, ইজরায়েলি কূটনীতিককে লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়। দিল্লি ও জর্জিয়ার মতো ব্যাঙ্ককেও `স্টিকি বম্ব` ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি।
First Published: Thursday, February 16, 2012, 16:01