Bangladesh clash

সংঘাতে অশান্ত বাংলাদেশ, বছরের প্রথম দিনই পথে নামছে যুযুধান দুই রাজনৈতিক শিবির

সংঘাতে অশান্ত বাংলাদেশ, বছরের প্রথম দিনই পথে নামছে যুযুধান দুই রাজনৈতিক শিবিরবছরের প্রথম দিন থেকেই প্রধান দুই দলের সংঘাতে অশান্ত হতে পারে বাংলাদেশ। নির্বাচনের সমর্থন ও বিরোধিতা করে ওই দিন থেকেই পথে নামবে যুযুধান দুই রাজনৈতিক শিবির।

গতকালই পয়লা জানুয়ারি থেকে ভোট বন্ধের দাবিতে দেশ জুড়ে সর্ব্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল বিরোধী ১৮ দলের জোট। নির্বাচনের পক্ষে পাল্টা প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বুধবার ঢাকায় তিনটি নির্বাচনী সভা করবেন তিনি।

আজও রঙপুরে একটি জনসভা করবেন শেখ হাসিনা। বিরোধীদের ডাকা অভিযান রুখতে সোমবার পর্যন্ত ঢাকা পৌছনর সমস্ত পরিবহণ বন্ধ রেখেছিল প্রশাসন। এরমাঝেই পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিএনপির সমর্থকেরা। মঙ্গলবারও সংর্ঘষে এক জনের মৃত্যু হয়।

First Published: Tuesday, December 31, 2013, 18:40


comments powered by Disqus