সচিনের শতরানের অপেক্ষায় এবার এশিয়া কাপ

সচিনের শতরানের অপেক্ষায় এবার এশিয়া কাপ

সচিনের শতরানের অপেক্ষায় এবার এশিয়া কাপসচিনের শততম শতরানের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রস্তুত ছিল। সচিনের জন্য তৈরী হয়েছিল স্মারকও। কিন্তু ক্যাঙারুর দেশে সবাইকে হতাস করেন সচিন। এবার সচিন তেন্ডুলকরের শততম শতরানের অপেক্ষায় বাংলাদেশ।

এশিয়ার ক্রিকেটের সেরা টুর্নামেন্টে মাস্টার ব্লাস্টার যাতে তাঁর কীর্তি গড়তে পারেন তারজন্য অধীর অপেক্ষায় পদ্মাপাড়ের ক্রিকেটপ্রেমীরা। সচিন যদি শততম শতরানের অনন্য কীর্তি গড়তে পারেন,তবে জমকালো সংবর্ধনার কথা ভেবে রেখেছে বিসিবি। সচিনের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামে বানানো হয়েছে একেবারে পাটা পিচ।

১৩ ফেব্রুয়ারি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত।

First Published: Sunday, March 11, 2012, 23:03


comments powered by Disqus