Last Updated: November 30, 2013 11:36

বিএনপি সহ ১৮ দলের জোটের ডাকে ৭২ ঘণ্টার অবরোধে ফের উত্তপ্ত বাংলাদেশ। অবরোধের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় একাধিক হিংসার ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বাসে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা। ঢাকায় বনধ সমর্থকদের মিছিল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। নির্দলীয় সরকারের তত্বাবধানে নির্বাচনের দাবিতে এর আগে মঙ্গলবার থেকে অবরোধ ডেকেছিল বিরোধী জোট। একাত্তর ঘণ্টার ওই অবরোধে কুড়ি জন নিহত হন।
সকাল ৯টার দিকে রাজধানীর গ্রিন রোডে আজ শনিবার অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিল্টি ছত্রভঙ্গ করে দেয় পুলিস। রাজশাহীতে ভোরে কয়েকটি ট্রাক ও একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে ইম্পাহানি এলাকায় রেললাইনে অবরোধ করায় ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। চট্টগ্রামের এ কে খান এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।
First Published: Saturday, November 30, 2013, 11:36