Last Updated: January 12, 2014 15:58

তৃতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা। ঢাকার বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ নেন প্রতিমন্ত্রী এবং উপ মন্ত্রীরাও। বিএনপি নির্বাচন বয়কট করায় এরশাদের জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরে তারাও মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ফলে সেক্ষেত্রে সংসদ কার্যত বিরোধীশূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন মন্ত্রিসভায় ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন। শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন মজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর উ শৈ সিং, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক। এবার যাঁরা উপমন্ত্রী হলেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর। আজকের শপথ অনুষ্ঠানে এক হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
First Published: Sunday, January 12, 2014, 16:22