Bangladesh`s bitter election boycott

কাল বাংলাদেশে ভোট, নির্বাচন ঠেকাতে হরতাল বিএনপির

কাল বাংলাদেশে ভোট, নির্বাচন ঠেকাতে হরতাল বিএনপির কাল বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোট ঠেকাতে আজ সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন প্রধান বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির অভিযোগ, নির্বাচনের নামে দেশে প্রহসন হচ্ছে। বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তাঁর বাড়িতে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে দলের তরফে অভিযোগ করা হয়েছে। তিনি গ্রেফতার না গৃহবন্দি তা স্পষ্ট করার দাবি তুলেছে প্রধান বিরোধী দল।

নিরেপেক্ষ সরকার গঠনের দাবি কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। যার ফলে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকের প্রতিনিধিরা। সুতরাং কাল নির্বাচন হবে ১৪৭টি আসনে। কিন্তু তাতে অংশ নিচ্ছে না দেশের প্রধান বিরোধী দল। ফলে ভোট দাতাদের কাছে ভোটদান কতটা বাস্তব সম্মত হবে তানিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

First Published: Saturday, January 4, 2014, 13:55


comments powered by Disqus