বছর ঘুরলেও বদলালো না পরিস্থিতি, নতুন বছরেও হিংসার আগনে পুড়ছে বাংলাদেশ

বছর ঘুরলেও বদলালো না পরিস্থিতি, নতুন বছরেও হিংসার আগনে পুড়ছে বাংলাদেশ

বছর ঘুরলেও বদলালো না পরিস্থিতি, নতুন বছরেও হিংসার আগনে পুড়ছে বাংলাদেশ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এখনও হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। আজ নির্বাচনী সভা করেছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন খালেদা জিয়াকে। সাধারণ নির্বাচন ঠেকাতে নতুন বছরের শুরুর দিন থেকেই ফের অবরোধ -বিক্ষোভ শুরু করেছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি।

বছরের শেষটা হয়েছিল অশান্ত পরিবেশে। নতুন বছরের শুরুতেও সেই একই ছবি বাংলাদেশে। ভোট ঘিরে শাসক বনাম বিরোধী দলের টানাপোড়েন চলছেই। বুধবার ঢাকার মিরপুরে বুধবার জনসভা করেন আওয়ামি লিগ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির তীব্র সমালোচনা করেন তিনি।

ভোট সুষ্ঠুভাবে করতে যখন বদ্ধপরিকর বাংলাদেশের শাসক জোট শেষমুহুর্ত পর্যন্ত তা বাতিল করার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিএনপি।দেশজুড়ে নির্বাচন পরিচালনার সব প্রস্তুতি প্রায় হয়ে গেছে। প্রতিবারের মতো এবারেও জাতীয় টেলিভিশন চ্যানেলে শাসক ও বিরোধী দলের বক্তব্যের জন্য সময় ভাগ হয়ে গেছে। তেশরা জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হসিনা। তবুও ভোট বাতিলের দাবিতে এককট্টা বিএনপি। নির্বাচনের প্রাক্কালে নতুন করে আন্দোলন শুরু করেছেন বাংলাদেশের বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। আঠের দলের জোটকে সঙ্গে নিয়ে ভোট বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে চান তাঁরা। বিরোধীরাভোট বয়কট করায় ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে শাসক দল। ৫ জানুয়ারি ভোট হবে ১৪৭ আসনে। এবার মোট ১২টি দল সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে।

First Published: Wednesday, January 1, 2014, 23:09


comments powered by Disqus