বাংলাদেশের অশান্তির জেরে ব্যাহত এদেশের পণ্য পরিবহণ

বাংলাদেশের অশান্তির জেরে ব্যাহত এদেশের পণ্য পরিবহণ

বাংলাদেশের অশান্তির জেরে ব্যাহত এদেশের পণ্য পরিবহণবাংলাদেশের অশান্তি আঁচ সীমান্তের এপারেও। ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে দু`দেশের পণ্য পরিবহণ। সমস্যায় আমদানীরফতানি ব্যাবসায় যুক্ত কয়েকহাজার কর্মী। টান পড়ছে রুটি রুজিতেও।

৫ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। অশান্তির আঁচ এসে পড়েছে দুই দেশের পণ্য পরিবহণে। দু`দেশের পণ্য আমদানিরফতানি বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। বিএনপির ডাকা ধর্মঘটের বিপর্যস্ত সীমান্তের পরিবহণ ব্যাবস্থাও।

ধর্মঘটের জেরে রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে পণ্য বোঝাই একাধিক লরি। পচন ধরেছে শাকসব্জি,মাছে। অচলাবস্থা কেটে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি এখন সেই প্রতীক্ষাতেই দিন গুনছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

First Published: Saturday, November 30, 2013, 11:23


comments powered by Disqus