Bangladesh violenceKader mollah, bangladesh,

কাদের মোল্লার ফাঁসির পর দাবানল জ্বলছে বাংলাদেশে

হিংসার আগুনে পুড়ছিল বাংলাদেশ। আবদুর কাদের মোল্লার ফাঁসির পরেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বদলা নিতে হিংসাশ্রয়ী বিক্ষোভকেই হাতিয়ার করেছে জামাতে ইসলামি। দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ আওয়ামি লিগের ডাকে চলছে বনধ। এদিকে, ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে প্রচার চলছে শাহবাগ চত্বরের আন্দোলনকারীদের বিরুদ্ধে। রাজাকারদের বিচারকে কেন্দ্র করে এখন দুভাগে বিভক্ত বাংলাদেশ।

১২ তারিখ ফাঁসি হয় গেল একাত্তরের যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কাদের মোল্লার। বৃহস্পতিবার বাংলদেশের স্থানীয় সময় রাত ১০টা ৫ নাগাদ ঢাকা সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয় তাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। নিজের গ্রাম ফরিদপুরেই সমাহিত করা হয় তাঁকে। দেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছে পরিবার। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কক্সবাজার, চট্টগ্রামে হিংসাত্মক আকার নিয়েছে পরিস্থিতি।

First Published: Saturday, December 14, 2013, 15:58


comments powered by Disqus