সরকারি সাহায্য বন্ধ, ধুঁকছে বঙ্গীয় সাহিত্য পরিষদ

সরকারি সাহায্য বন্ধ, ধুঁকছে বঙ্গীয় সাহিত্য পরিষদ

সরকারি সাহায্য বন্ধ, ধুঁকছে বঙ্গীয় সাহিত্য পরিষদবাংলা সাহিত্যের প্রাচীন ও দুর্লভ নথি যত্নের সঙ্গে সংগ্রহে রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদে। রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথের সব দুর্লভ সংগ্রহ। এক কথায় বাংলা সাহিত্যের ভাণ্ডার।

প্রায় ১১৯ বছরের এই প্রতিষ্ঠানই এখন বিপন্নতার মুখে। গত কয়েকমাস ধরে সরকারি সাহায্য প্রায় বন্ধ। ফলে রক্ষণাবেক্ষণের খরচ সামলাতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। সরকারের বক্তব্য, ওই প্রতিষ্ঠানের সম্পাদক স্বপন বসু আন্তর্জাতিক বই পাচার চক্রের সঙ্গে যুক্ত। তদন্ত কমিশনও বসেছে তাঁর বিরুদ্ধে। কমিশন এখনও কোনও রিপোর্ট দেয়নি। সরানো হয়নি স্বপন বসুকেও। কিন্তু সরকারি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় ধুঁকছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

First Published: Saturday, March 10, 2012, 11:25


comments powered by Disqus