টাকার হিসেবে গরমিলের অভিযোগ ব্যাঙ্কের

টাকার হিসেবে গরমিলের অভিযোগ ব্যাঙ্কের

টাকার হিসেবে গরমিলের অভিযোগ ব্যাঙ্কেরবেশ কিছুদিন ধরেই ঝাড়গ্রামের স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে টাকার সংখ্যায় গড়মিলের অভিযোগ তুলছিলেন গ্রাহকরা। এবার সরাসরি এই অভিযোগ তুলল ব্যাঙ্ক। 

শনিবার সকালে ঝাড়গ্রাম বিদ্যাসাগর ব্যাঙ্কের ম্যানেজার জানান, তাঁর ৪৫ লক্ষ টাকার নোটে ১০০০ টাকার দুটি বান্ডিলে ১০টি নোট কম রয়েছে। এ ব্যাপারে স্টেট ব্যাঙ্কে অভিযোগ জানানো হলে বিষয়টি অস্বীকার করা হয়। বান্ডিলে লাগানো ট্যাগগুলি বাইরে থেকে নিয়ে এসে লাগানো হয়েছে বলে স্টেট ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে।






First Published: Sunday, May 6, 2012, 14:42


comments powered by Disqus