Last Updated: March 25, 2014 12:40

এটিএম কার্ড (ডেবিট কার্ড) ছাড়াই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে এবার টাকা তোলা যাবে। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই প্রথম যেখানে এই পরিষেবা চালু হল।
গত মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ঘোষণা করেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কোনও ব্যক্তি এবার থেকে এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এমন কোনও ব্যক্তির থেকে টাকা তুলতে পারবেন। কার্ড বিহীন এই পরিষেবার নাম `Instant Money Transfer (IMT)`। তবে এই পরিষেবা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির নির্দিষ্ট কিছু এটিএম কাউন্টার থেকেই পাওয়া যাবে।
এই IMT পরিষেবার মাধ্যমে কোনও ব্যক্তি তার মোবাইল ফোনের নাম্বারের মাধ্যমে কোনও ব্যাঙ্কের এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইচ্ছামত কাউকে টাকা পাঠাতে পারে। যাকে টাকা পাঠানো হচ্ছে তিনি উক্ত ব্যাঙ্কের এটিএম থেকে ডেবিট কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন।
যাকে টাকা পাঠানো হচ্ছে তিনি তার মোবাইল ফোনে টাকা প্রত্যাহারের আংশিক বিবরণ পেয়ে যাবেন।
First Published: Tuesday, March 25, 2014, 14:13