Last Updated: December 19, 2012 15:28

বৃহস্পতিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বিভিন্ন সংগঠন। গত কালই সংসদে পাশ হয়েছে বাঙ্কিং সংশোধনী বিল। তার আগেই গত শুক্রবার ব্যাঙ্কিং ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন কর্মীরা। ধর্মঘটে যোগ দিয়েছে অফিসারদের সংগঠনগুলিও। ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন যৌথ ভাবে এই ধর্মঘট ডেকেছে।
পৃথক ভাবে ধর্মঘট ডেকেছে ন্যাশলাল ইউনিয়ন অফ ব্যাঙ্ক এম্পলয়িজ। ধর্মঘটের প্রভাব এটিএম পরিষেবাতেও পড়বে বলে মনে করা হচ্ছে। প্রতিটি সংগঠনের পক্ষে প্রতিবাদ পাঠানো হবে কেন্দ্রের কাছে। সংগঠন গুলির আশঙ্কা কেন্দ্রের এই নতুন বিলে ব্যাঙ্কিং ক্ষেত্রে বেসরকারিকরণের প্রবাভ বাড়বে। ভারতীয় ব্যাঙ্কিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়বে বিদেশি সংস্থাগুলির।
First Published: Wednesday, December 19, 2012, 15:37